নিজস্ব সংবাদদাতা ১৮ ডিসেম্বর :আজ সকালে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত দক্ষিণ সাগড়বাড়ে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবতীর।  জানা গেছে যুবতীর নাম মিতা পাঁজা মান্না। 
এদিন সকাল ৯টা নাগাদ সাইকেলে করে বাড়ি ফেরার পথে দ্রুত গতিতে আসা একটি ড্রাম্পার ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে ওই যুবতীর এর ফলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতা ডাম্পারটিতে অগ্নিসংযোগ করে।
ঘটনাস্থলে কোলাঘাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে । পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক।